ভারতে শরীরের রং ফর্সা হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপন বেশ রমরমা। টেলিভিশন চ্যানেলগুলোতে এসব পণ্যের বিজ্ঞাপন প্রচুর দেখানো হয়। এসব বিজ্ঞাপনে দেওয়া হয় চমকের আশ্বাস। এসব চমক দেখানো বিজ্ঞাপন বন্ধ করতে কড়া হতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। অতিরঞ্জিত বিজ্ঞাপন দিলে এখন থেকে সেই সংস্থা বা সেই সংস্থার হয়ে যেসব তারকা বিজ্ঞাপন দেবেন, তাঁদের উভয়ের ক্ষেত্রেই নেমে আসবে জেল বা জরিমানা। ভারতে ফর্সা, সুন্দরী, ওষুধ, প্রসাধন-সংক্রান্ত আনুষঙ্গিক যেসব বিভ্রান্তিকর ও আপত্তিকর বিজ্ঞাপন রয়েছে, যেগুলোর মাধ্যমে ক্রেতাদের মন ভোলানোর চেষ্টা করা হতে পারে, তেমন বিজ্ঞাপন দিলেই ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানা ও পাশাপাশি পাঁচ বছরের জেল