বিশ্বে ২০ কোটি নারী ও মেয়ে শিশু খতনার শিকার: গুতেরেস
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৯
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমান বিশ্বে ২০ কোটিরও বেশি নারী ও মেয়ে শিশু ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) বা খতনার শিকার হয়েছে।এ ভয়াবহ চর্চাটি ক্ষতিগ্রস্তদের শারীরিক, মানসিক ও যৌন স্বাস্থ্যগত জটিলতার দিকে ঠেলে দিতে পারে। খবর ইউএনবিরচলতি বছরে আরও ৪০ লাখের মতো মেয়ে এ ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দশকের মধ্যে রয়েছে, আসুন এ দশককে আমরা মেয়েদের খতনাকে শূন্যে নামিয়ে আনি।’মেয়েদের খতনার বিরুদ্ধে আন্তর্জাতিক জিরো টলারেন্স দিবস উপলক্ষে এক বাণীতে জাতিসংঘ মহাচিব বলেন, মেয়েদের খতনার বিষয়টি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোয় গভীরভাবে আবদ্ধ।তিনি আরও বলেন, এটি মানবাধিকারের লঙ্ঘন এবং মেয়েদের বিরুদ্ধে চরম আকারের সহিংসতা।