যে কারণে নখ কাটলে ব্যথা হয় না

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪০

নখ আমাদের শরীরেরই একটি অংশ। কিন্তু নখ কাটলে আমরা ব্যথা পাই না। অথচ শরীরে কোথাও কেটে গেলে বা আঘাত লাগলে ব্যথা অনুভব করি। কখনো কি ভেবেছেন কেন এরকম হয়? নখ কাটলে ব্যথা লাগলে খুব বিচ্ছিরি হত, তাই না? কেউ তা হলে সহজে নখই কাটতে চাইত না।  আর সেই সুযোগে নখগুলো বড় বড় হয়ে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হত। কেননা আঙ্গুলের নখ বছরে দুই ইঞ্চি হারে বাড়ে। আমাদের শরীরে সব মিলে বিশটি নখ রয়েছে। নখগুলো মৃত কোষের সমন্বয়ে গঠিত বলে এদেরকে কাটতে কোনো ব্যথা অনুভূত হয় না। নখের উৎপত্তি চামড়া থেকে। আমাদের দেহে কেরাটিন নামের এক বিশেষ পদার্থ দিয়ে নখ তৈরি হয়। কেরাটিন একধরনের মৃত প্রোটিন। একেবারে আঙ্গুলের চামড়ার ভেতরে নখের শুরু। নখের নিচের চামড়া শরীরের অন্য যেকোনো অংশেরই চামড়ার মতো। তবে এ চামড়ায় রয়েছে একপ্রকার নমনীয় তন্তু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us