তেঁতুলিয়ায় পাথর উত্তোলন বন্ধ, ৫০ হাজার শ্রমিক বেকার
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪
তেঁতুলিয়ার পাথর শ্রমিক তসলিম উদ্দিন বলেন, পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় আমরা বেকার হয়ে পড়েছি। একদিকে সংসার ও কিস্তির জ্বালা অন্যদিকে পুলিশের ভয়ে বাড়ি যেতে পারছি না। কি যে করি কিছু মাথায় আসছে না। আমাদের দিকে তাকানোর কেউ কি নেই?নারী শ্রমিক হাজেরা খাতুন বলেন, পাথর উত্তোলন বন্ধ করে দেয়ায় আমাদের রুজি বন্ধ গেছে। এখন পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমরা এ সমস্যার সমাধান চাই।এবিষয়ে তেঁতুলিয়া উপজেলা মাটিকাটা ও পাথর উত্তোলন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তারুল হক মুকু জানান, হঠাৎ করে পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবন জীবন যাপন করছে উপজেলার প্রায় পঞ্চাশ হাজার পাথর শ্রমিক। আমাদেরকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।