আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসরের। শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মেলায় প্রবেশের জন্য রাত পৌনে ৯টা পর্যন্ত টিকিট বিক্রি করবে গেটের ইজারাদাররা। আর ৯টার সময় প্রবেশ গেট বন্ধ করে দেয়া হবে। মেলার ইজারা পাওয়া প্রতিষ্ঠান মীর ব্রাদার্সের মালিক মীর শহিদুল জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দু’দফা সময় বাড়ানোর পর আজ মেলা শেষ হচ্ছে। আমার সঙ্গে ডিসি সাহেবের কথা হয়েছে। সেই মোতাবেক রাত পৌনে ৯টা পর্যন্ত আমরা টিকিট বিক্রি করব। আর ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। ৯টার পর আর কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না, তবে বের হতে পারবেন।’ তিনি বলেন, ‘সময় বাড়ানো হলেও এবার মেলায় দর্শনার্থীর সংখ্যা অনেক কম। মেট্রোরেলের কাজ এবং মাঝে তিন দিন মেলা বন্ধ থাকায় এবার দর্শনার্থী কম এসেছে। এবার মেলা ইজারা নিয়ে আমাদের প্রায় চার কোটি টাকার মতো লোকসান হচ্ছে।’