এক স্বাক্ষরে বহিষ্কার, আরেক স্বাক্ষরে সোহাগের ঘরে এশা
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৯
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সঙ্গে বিয়ে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ইশরাত জাহান এশার। এশার এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় পুলিশ কনভেনশন সেন্টার ইস্কাটনে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। দুই বছর আগে এই ছাত্রলীগ থেকে এশাকে বহিষ্কারের আদেশে সোহাগেরও স্বাক্ষর ছিল। এখন আবার ‘এক স্বাক্ষরেই’ সেই এশাকে ঘরে তুললেন সোহাগ। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের টানা আন্দোলনের মধ্যে ২০১৮ সালের ১১ এপ্রিল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে এক ছাত্রীর রগ কেটে দেওয়ার গুজব ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের মোর্শেদা নামের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর রক্তাক্ত পায়ের ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ওই ছবির সঙ্গে গুজব ছড়ায়, হলের মেয়েদের রগ কেটে দিয়েছেন এশা। এই গুজবের ওপর ভিত্তি করে হলের মেয়েরা তাকে অবরুদ্ধ করেন। এরপর ছাত্রীরা এশাকে মারধর করেন ও জুতার মালা পরান।