টেইলরে ম্লান শ্রেয়াসের শতক, সফরে ভারতের প্রথম হার
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৭
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। হ্যামিল্টনে শ্রেয়াস আইয়ারের শতকে ৪ উইকেট হারিয়ে ৩৪৭ রান তোলে সফরকারীরা। জবাবে রস টেইলরের শতকে ৪ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় কিউইরা। ৩৪৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে ৮৫ রানের উদ্বোধনী জুটি উপহার দেন মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন টেইলর, লাথামরা...