উষ্ণ জলস্রোতেও গলছে গ্রিনল্যান্ডের হিমবাহ, দাবি নতুন গবেষণায়
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৬
world: এ জন্য গ্রিনল্যান্ডের ‘৭৯ ডিগ্রি নর্থ গ্লেসিয়ারের’ উপর পর্যবেক্ষণ চালিয়েছিলেন গবেষকরা। আরও নির্দিষ্ট করে বললে ওই হিমবাহের একটি ‘আইস টাংয়ের’ উপর। আইস টাং আসলে ভাসমান বরফের চাঁই। কিন্তু তার অন্যতম বৈশিষ্ট্য, জলের উপর ভেসে বেড়ালেও মূল বরফখণ্ড থেকে বিচ্ছিন্ন নয় এটি।