মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১২

ঢাকা টাইমস প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৭

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা-পাল্টা হামলা, ভাঙচুর, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ও বিকালে পৃথক সময়ে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১২ জন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ফাহিম দেওয়ান (১৬), আকাশ দেওয়ান (২০), সাহাবুদ্দিন তালুকদার (৪৫), হাসিবুল (২০), আবু সাইদ (৬০) ও রাকিবকে (২৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত সুমা বেগম (৩০), লাকি বেগম (২৮), বিউটি বেগমসহ (৪০) অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এলাকাবাসী জানান, সকালে পুরাবাজার এলাকায় মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য স্বপন দেওয়ান ও মেজবাউদ্দিন ঢালীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ২টার দিকে স্বপন দেওয়ান ও তার লোকজন নোয়াদ্দা এলাকায় হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মেজবাউদ্দিন সমর্থকরা বিকালে স্বপন দেওয়ানের এলাকায় পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us