আমার গলায় লোহার শিকল ছিল: আসিয়া বিবি

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৫

ফ্রান্সের সাংবাদিক টোলেট ইসাবেল-আনা ‘অবশেষে মুক্ত' বইটির সহ-লেখক৷ আসিয়া বিবির মুক্তির জন্য তিনি আন্দোলন করেছেন৷ ইসাবেল-আনাই একমাত্র সাংবাদিক যিনি ক্যানাডায় অজ্ঞাত স্থানে বসবাস করা আসিয়া বিবির সঙ্গে কথা বলতে পেরেছেন৷ গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে কারাগারে বন্দি জীবন ও বর্তমানে ক্যানাডায় কেমন আছেন, তা ইসাবেল-আনাকে জানিয়েছেন আসিয়া বিবি৷ তিনি ঐ সাংবাদিককে বলেন, ‘‘ইতিমধ্যে গণমাধ্যম থেকে আপনি আমার সম্পর্কে জানেন৷ কিন্তু কারাগারে আমার প্রতিদিনের জীবন ও এখনকার নতুন জীবন সম্পর্কে আপনার কোনো ধারনা নেই৷'' কারাগারে তাঁকে শিকলবন্দি করে রাখা হতো বলে জানান আসিয়া বিবি৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us