কুমিল্লা বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী কমেছে সাড়ে ৩৪ হাজার

বার্তা২৪ প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৬

ছয়টি জেলা নিয়ে গঠিত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০১৯ সালে এই বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ লাখ ৯৩ হাজার ৮০২ জন শিক্ষার্থী। তবে আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে অনুষ্ঠিতব্য ২০২০ সালের এসএসসি পরীক্ষায় এই বোর্ড থেকে অংশ নিতে যাচ্ছে ১ লাখ ৫৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী। ফলে গত বছরের তুলনায় এ বছর কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৪ হাজার ৩৭৯ জন।

কুমিল্লা বোর্ডে পরীক্ষার সংখ্যা কমলেও বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা। ২০১৯ সালে এই শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৭১৭টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার ১৫টি স্কুল বেড়ে অংশ নিচ্ছে ১ হাজার ৭৩২টি স্কুলের পরীক্ষার্থী। আর গত বছর এই বোর্ডে এসএসসিতে কেন্দ্রের সংখ্যা ছিল ২৫৬টি। এবার ৮টি কেন্দ্র বেড়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৬৪টিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us