করোনাভাইরাস চাষ করে ‘জৈব মারণাস্ত্র’ বানাতে চেয়েছিল চীন!
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০, ১২:১৬
এ যেন চলচ্চিত্রের পর্দার কাহিনির বাস্তব রূপায়ন। ২০০২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মুক্তি পায় রেসিডেন্ট ইভিল সিরিজের ছয়টি ছবি। পল অ্যান্ডারসন পরিচালিত হলিউডের এ ছবিতে অভিনয় করেছিলেন ইউক্রেন বংশোদ্ভূত অভিনেত্রী মিলা জভোভিচ। রেসিডেন্ট ইভিল সিনেমার কাহিনীই যেন এখন বাস্তবে দেখা যাচ্ছে চীনে। দেশটিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে অনেকেই চাষ করা জৈব মারণাস্ত্র হিসেবে দেখছেন। রেসিডেন্ট ইভিল ছবিতে দেখা যায় গোপন গবেষণাগারে তৈরি টি ভাইরাস ও ক্লোনিং প্রক্রিয়া বিভিন্ন নিরীহ প্রাণী ও মানুষের ওপর প্রয়োগ করে প্রথমে তাদের জিনগত অভিযোজন ঘটাচ্ছে। তারপর…