৪৫ বছর আগে ৩৪৫ ডলারে কেনা রোলেক্স ঘড়িটির দাম এখন ৭ লাখ ডলার শুনে মালিক পড়ে গেলেন মাটিতে
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০, ১৭:৫৭
রাশিদ রিয়াজ : ১৯৭৪ সালে মার্কিন বিমান বাহিনীতে কর্মরত পিটার প্লেন রোলেক্স ঘড়িটি কেনেন কারণ স্কুবা ড্রাইভিংএর সময় এ ঘড়ি অসাধারণ কাজ করে। কয়েক বছর আগে ১৯৬৯ সালে এমন ঘড়ি অভিনেতা পল নিউম্যানকে দেখেছিলেন সিনেমায় পড়তে। তারপর ঘড়িটি ব্যবহারের চেয়ে সযত্বে রেখেছিলেন তিনি এবং মাঝে মধ্যে বের করে দেখতেন তা সচল রয়েছে কি না। হঠাৎ …