গানকে বলা হয় আত্মার খোরাক, প্রাণের রসদ। আর সেই গান ঠিকঠাক গাইতে পারলে ভক্ত-শ্রোতা যে গায়ককে কতটা ভালোবাসা দিতে পারেন, তার বড় প্রমাণ বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। একটি অ্যালবামের মাধ্যমে দেশ তো বটেই, বিশ্বের বহু দেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যান আসিফ। আসিফের অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ মুক্তির ২০ বছর পূর্ণ হলো। বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে তথ্যপ্রযুক্তির অনেক সুযোগ-সুবিধাই অনুপস্থিত ছিল ২০০১ সালে। রেডিও কিংবা টেলিভিশনে গান শুনে অভ্যস্ত ছিল সবাই। আর সেই অ্যানালগ সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায় তৎকালীন সময়ের নবাগত শিল্পী আসিফ আকবরের গাওয়া ‘ও প্রিয়া তুমি কোথায়’ অডিও অ্যালবামের