বিশ্বের বৃহত্তম হোটেল হতে যাচ্ছে মক্কার ‘আবরাজ কুদাই’
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০, ১২:৩৫
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের আবরাজ কুদাই হোটেলটি বিশ্বের সবচেয়ে বড় হোটেল হিসেবে ঘোষণা পাওয়ার অপেক্ষায় রয়েছে। ৪৫তলা বিশিষ্ট এই হোটেলে মরু দুর্গের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর সঙ্গে মিলেছে অত্যাধুনিক প্রযুক্তি। আবরাজ কুদাই বর্তমানে সৌদি আরবের মক্কায় নির্মাণাধীন একটি হোটেল। এটি ২০১৭ সালে উন্মুক্ত করার কথা থাকলেও ২০১৫ সালে আর্থিক সমস্যার জন্য নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে হোটেলটির কাজ চলমান। আশা করা যাচ্ছে, ২০২০ সালে এই হোটেলটি উদ্বোধন করা হবে। এতে থাকবে ১০ হাজার রুম, ৭০টি রেস্টুরেন্ট এবং ৪টি হেলিপ্যাড। ৪৫তলা…