শিরোনামের প্রশ্নটির জবাব দিতে গেলে আরেকটি প্রশ্ন এসে যায় অবধারিতভাবে। তা হলো—মানুষ কি সম্পূর্ণ নিখুঁত হতে পারে? ভালোর তো কোনো শেষ নেই। কিন্তু এক জায়গায় থামতেই হয়। কোনো কাজই অনন্তকাল ধরে চলতে পারে না। কারণ, আপনার ঘাড়ে কাজের বোঝা যখন চাপছে, তখন একই সঙ্গে একটি সময়সীমাও চোখ রাঙাচ্ছে।
একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো কাজ সমাধা করার ক্ষেত্রেই আসে মানের বিষয়টি। এ ক্ষেত্রে কেউ চান কাজটি...