সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় প্রাণ গেল মৎস্যজীবীর
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০, ১৩:১০
24pargana news: তাঁর পাশে থাকা সহযাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই নৌকা থেকে টেনে নিয়ে চলে যায় বরুণকে। ধাক্কা সামলে অন্য মৎস্যজীবীরা হইচই শুরু করে দেয়। কিন্তু ততক্ষণে তাঁকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গিয়েছে বাঘ। এর পর মঙ্গলবার সকালে ফের ওই জায়গায় যান মৎস্যজীবীরা। সেখান থেকে জঙ্গলের ভিতরে বরুণের দেহ উদ্ধার হয়। নৌকা করে দেহ নিয়ে আসা হয় ঝড়খালিতে।