বেবি পাউডারে ক্যানসারের 'বিষ', এ বার জেরার মুখে জনসন অ্যান্ড জনসনের CEO
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০, ০৩:২৫
business news: ১৯৭১ সাল থেকে জনসনের বেবি পাউডারে ক্ষতিকারক অ্য়াসবেস্টস থাকার একের পর এক ঘটনা সামনে আসছে। তাদের বিরুদ্ধে এই ধরনের ১৫,০০০ মামলা চলছে। যদিও কখনই অভিযোগ স্বীকার করেনি শতাব্দী প্রাচীন এই শিশু-দ্রব্যের খ্য়াতনামা সংস্থাটি।