ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ উদ্যাপনের নানা প্রস্তুতি
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০, ২৩:১৫
আগামী শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর সঙ্গে বিচ্ছেদ ঘটছে যুক্তরাজ্যের। দীর্ঘ প্রায় ৪৬ বছরের এই সম্পর্কের সুতো ছিঁড়ে যাওয়ার ক্ষণটি স্মরণীয় করে রাখার পাশাপাশি উদ্যাপনের নানা প্রস্তুতি নিয়েছে ব্রিটিশরা। ওই রাতে ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট চত্বরে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। তবে এমন উদ্যাপন প্রস্তুতিতে নাখোশ ব্রেক্সিট-বিরোধীরা।