বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন দুর্ঘটনা যে পরিমাণে মানুষ মারা যায় তার থেকে বেশি মানুষ মারা যায় মশার কারণে। শুনতে অবাক লাগলেও সত্য হচ্ছে গত বছর মশার কারণে মারা গেছে সাড়ে ৮ লাখ মানুষ। এর আগে মশার কারণে বার্ষিক গড় মৃত্যুর সংখ্যা প্রায় ২০ লাখ।আর সে কারণেই বিশেষ জিনেটিক কোডিংয়ের মাধ্যমে ছত্রাক তৈরি করে গুরুত্বপূর্ণ পুরস্কার পাচ্ছেন যুক্তরাষ্ট্র ও বুরকিনা ফাসোর একদল গবেষক। সম্প্রতি সময়ে বিশ্বের প্রতিটি দেশে সবচাইতে বড় স্বাস্থ্য ঝুঁকিগুলো তৈরি হয়েছে মশার কারণে। জিকা ভাইরাস, ডেঙ্গু, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়াসহ এমন অনেক রোগের বাহক মশা। আর সে কারণেই মশা ধ্বংসে বিভিন্ন বিষয়ে গবেষণা চলছে দীর্ঘদিন ধরে।