নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের তিন দিনব্যাপী র্যাগ ডে ‘অ্যাকুরিয়াস’ ঘিরে পুরো ক্যাম্পাস মেতে উঠেছে ভিন্নরূপে। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর, শহীদ মিনার, হল সংলগ্ন দেয়ালসহ বিভিন্ন স্থানে রঙ দিয়ে সাজিয়ে রঙিন কলমে লিখে স্মৃতির রঙকে আরো গাঢ় করেছে ১১তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা।