২০২৯ সাল নাগাদ আসছে বহনযোগ্য পরমাণু বিদ্যুৎকেন্দ্র
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ১৯:০২
বছর দশেকের মধ্যে ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাবে রোলস-রয়েস। সম্প্রতি প্রকৌশল প্রতিষ্ঠানটি বিবিসিকে জানিয়েছে, ২০২৯ সাল নাগাদ তারা শিল্প-কারখানায় ব্যবহার উপযোগী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও স্থাপন করতে শুরু করবে। এ ধরনের ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র কম সময়ের মধ্যে ব্যাপকভাবে উৎপাদনের পাশাপাশি এর যন্ত্রাংশ ট্রাক-লরিতে বহন করা যাবে। এর ফলে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের খরচও প্রত্যাশিতভাবে কমে আসবে। এ দশকের শেষ নাগাদ যুক্তরাজ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে রোলস-রয়েসের ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। তবে অনেকে বলছেন, যুক্তরাজ্যের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার বন্ধ করা উচিত। বরং এখন অপেক্ষাকৃত সস্তা নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দেয়ার সময় হয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার নিয়ে পরিবেশবাদীদের মধ্যেও মতবিরোধ রয়েছে।