হাফিজে মুগ্ধ লোরকার গজল

বণিক বার্তা প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ১২:০০

স্পেনে ফ্যাসিস্ট বাহিনীর হাতে নিহত হওয়ার দুই বছর আগে ১৯৩৪ সালে স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা তার গজল ঘরানার কাব্যগ্রন্থ দিভান দেল তামারিত রচনা শেষ করেন। তিনি তার এ কাব্য সংকলনে দুই ধরনের কাব্যধারার সমাবেশ ঘটিয়েছেন—গ্যাসলা (গজল) ও কাসিদা। এ দুটি কাব্যধারা তিনি আত্মস্থ করেছিলেন উচ্চমার্গীয় আরবি ও ফার্সি সাহিত্য থেকে। বলে রাখা ভালো প্রাচ্যের কবিতায় দিভান তথা দিওয়ান বলতে গজল ও অন্যান্য ঘরানার কাব্য সংকলনকেই বোঝায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us