news: ভোটার কার্ডে নাম বদলাতে গিয়ে নতুন বিপত্তির মুখে বনি। যিনি মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছেন। বিয়ে করেছেন। চাকরি পেয়েছেন বনি পাল নামেই। আধার কার্ড ও প্যান কার্ড সবই বনি পাল নামে।