দায়সারা বার্লিন সম্মেলন বিদ্রোহী জেনারেল হাফতারকে বৈধতা দিয়েছে। হাফতারের আগ্রাসন লিবিয়ায় জাতিসংঘসহ অন্যদের স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারকে দুর্বল করবে। তবে আশঙ্কার জায়গা হলো, কাতার আর তুরস্কের ‘যেকোনো মূল্যে লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকারকে’ রক্ষার পণ পশ্চিমাদের আবার গাদ্দাফির মতো কাউকে লিবিয়ার নিয়ন্ত্রণে ফিরিয়ে আনলে লিবিয়ায় গণতন্ত্রের শেষ আশাটুকুও থাকবে না। লিখেছেন রাহুল আনজুম