বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল অভিযান। প্রথম দুই মাসে প্রায় ৫০টি অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। তারপর যেন হঠাৎ করেই ভাটা পড়েছে অভিযানে। যে শুদ্ধি অভিযান শুরু হয়েছিল, তা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল এ কারণেই যে অভিযান চালানো হয়েছিল সরকারি দলের মধ্যেই। রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থেকে বা রাজনীতিকে ব্যবহার করে হঠাৎ বিপুল বিত্তের অধিকারী হওয়া সমাজের কিছু মানুষের কারণে সরকার সমালোচিত হচ্ছিল। শুদ্ধি অভিযান শুরু হওয়ায় সমালোচকদের মুখ বন্ধ হয়েছিল।