ফেনী নদীর উপর চলছে দেশের প্রথম মৈত্রীসেতুর কর্মযজ্ঞ
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ১০:২৯
রামগড় (খাগড়াছড়ি) থেকে ফিরে: কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ। প্রচণ্ড শীতের এমন বৈরী আবহওয়ায়ও পাহাড়ি সমতল জনপদটির রূপ ছিটেফোঁটাও কমেনি। রাস্তার পাশের চা-বাগান আর লেকের উপর ঝুলন্ত সেতুতে কাটানো সকালটাকে দুর্দান্ত মনে হয়েছে। বলছি, পাহাড়ি সমতল জনপদ রামগড়ের কথা। এর আগেও অনেকবার যাওয়া হয়েছে রামগড়ে। তবে এ যাত্রায় যাওয়ার উদ্দেশ্যে ফেনী নদীর উপর দেশের প্রথম মৈত্রী সেতুর নির্মাণ কাজের অগ্রগতি দেখা। পৌর শহর থেকে কিছুটা পথ হেঁটে মহামুনি এলাকায় পা রাখতেই চোখে পড়লো কর্মযজ্ঞ। দেখে মনে হলো বেশ জোরেশোরেই চলছে কাজ।