সীমান্ত পেরিয়ে আসছে দূষিত বায়ু

প্রথম আলো প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ০৮:৩০

শুধু দেশের ভেতরে নয়, বাইরে থেকেও দূষিত বাতাস বাংলাদেশে আসছে। ঢাকাসহ বড় শহরগুলোতে ভর করছে ওই দূষিত বাতাস। এর ফলে ঢাকার বায়ুর মান আরও খারাপ হচ্ছে। কয়েক বছর ধরে বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকার প্রথম দিকে ঢাকার নাম উঠে আসছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টের বাংলাদেশি গবেষক মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ম্যাগাজিন ফর এনভায়রনমেন্টাল ম্যানেজার নামের একটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে গত ২৮ ডিসেম্বর গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে। ভূ-উপগ্রহ থেকে তোলা ছবি ও মানচিত্র এবং মাঠপর্যায় থেকে সংগ্রহ করা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ওই বিজ্ঞান সাময়িকীতে ঢাকাসহ বিশ্বের চারটি শহরের শীতকালীন বায়ুদূষণ নিয়ে করা গবেষণা প্রতিবেদন রয়েছে। এতে বলা হয়েছে, ভারতের ইন্দো–গাঙ্গেয় অববাহিকা এলাকায় ফসল কাটার পর খড় পুড়িয়ে ফেলা হয়। এর ফলে সৃষ্ট ধোঁয়া শুধু দিল্লি শহরকে দূষণ করছে না, তা হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশেও প্রবেশ করছে। ভারত, নেপাল, মঙ্গোলিয়া ও পাকিস্তানের গ্রামাঞ্চলে শুষ্ক মৌসুমে শীত থেকে রক্ষার জন্য মানুষ বাড়িতে কাঠ, তুষ ও খড় পোড়ায়। রান্নাসহ অন্যান্য কাজেও গ্রামের মানুষ জৈব জ্বালানি ব্যবহার করে। এতে সৃষ্ট দূষিত বায়ুর প্রবাহ নভেম্বরে বাংলাদেশে প্রবেশ করে, যা বাংলাদেশের বায়ুকে আরও দূষিত করে তোলে।  শীতকালীন বায়ুদূষণ নিয়ে এই প্রতিবেদন গবেষকেরা সম্প্রতি বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরে পাঠিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us