চীনে রহস্যময় ভাইরাসে ৪৪০ জন আক্রান্ত, ৯ জনের মৃত্যু
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ১৮:১০
চীনে সম্প্রতি ছড়িয়ে পড়া রহস্যময় নতুন এক ভাইরাসে এখন পর্যন্ত ৪৪০ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে অন্তত নয় জন মারা গেছেন। বুধবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপরিচালক লি বিন সাংবাদিকদের এ তথ্য জানান, খবর ইউএনবি। লি বিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। আর মৃতের মধ্যে সব ঘটনা হুবে প্রদেশে ঘটেছে। হুবে প্রদেশে গত ডিসেম্বরে প্রথমবারের মতো এ করোনা ভাইরাস শনাক্ত করা হয়। আগের দিন থেকে মঙ্গলবার আক্রান্তের সংখা ১৪৯ জন বৃদ্ধি পেয়েছে জানিয়ে লি বলেন, রহস্যময় এ ভাইরাসে জাপান ও দক্ষিণ কোরিয়ায় একজন করে ও থাইল্যান্ডে তিনজন করে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। অপরদিক