অস্ট্রেলিয়ার দাবানলের কারণে উন্মোচিত হলো পিরামিডের চেয়েও পুরাতন সেচব্যবস্থা
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ১৯:৩৮
আসিফুজ্জামান পৃথিল : আদিবাসী অস্ট্রেলিয়ানরা হাজার হাজার বছর আগে পানি সরবরাহের জন্য খাল খুঁড়েছিলেন। ভিক্টোরিয়া রাজ্যে বন পুড়ে বিপুল পরিমান জমি উন্মোচন হওয়ায় এগুলোর সন্ধান মিলেছে। সিএনএন বাজ বিম কালচারাল ল্যান্ডস্কেপে রয়েছে অনেকগুলো সেচ খাল এবং আগ্নেয় শিলা দিয়ে তৈরি বাঁধ। ইউনেস্কো বলছে, এটি বিশ্বের অন্যতম প্রাচীন সেচ ব্যবস্থা। ১৯৯৫ কেজি খিচুড়ি রান্না করে বিশ্ব …