উবার ইটসকে ২৪৯২ কোটি টাকায় কিনল জোমাটো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ১৪:০৬

স্মার্টফোন অ্যাপভিত্তিক পরিবহন সেবা উবারের ভারতে খাবার সরবরাহ ব্যবসা উবার ইটস কিনে নিয়েছে দেশটির ফুড ডেলিভারি স্টার্টআপ জোমাটো। অ্যাপের মাধ্যমে খাবার সরবরাহ করার ভারতীয় এই স্টার্ট-আপ প্রায় ৩৫০ মিলিয়ন ডলারে (২ হাজার ৪৯২ কোটি টাকা) উবার ইটসকে কিনেছে। ভারতীয় দৈনিক বিজনেস স্টান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে উবার ইটসের ব্যবসা রেকর্ড সাড়ে তিনশ মিলিয়ন ডলারে কিনেছে জোমাটো। দুই কোম্পানির মাঝে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনযায়ী, জোমাটোতে সাড়ে ৯ শতাংশ অংশীদারিত্ব থাকবে উবারের। ভারতের অন্তত ৪১টি শহরে অ্যাপসের মাধ্যমে খাবার সরবরাহ করতো উবার ইটস। এনডিটিভি বলছে, ২০১৭ সালে ভারতে ব্যবসা শুরু করে উবার ইটস। কিন্তু এই ব্যবসার অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী জোমাটো এবং সুইগির সঙ্গের প্রতিযোগিতায় হিমশিম খেতে হয় উবার ইটসকে। উবার ইটসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার পর জোমাটোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দীপিন্দর গোয়েল বলেন, আমরা এ ধরনের সেবা দেয়ার ক্ষেত্রে পথিকৃৎ এবং ভারতের ৫০০টিরও বেশি শহরে খাদ্য সরবরাহের ব্যবসা করছে জোমাটো। এই সেবার সম্প্রসারণ ঘটাতে পেরে আমরা গর্বিত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us