health & fitness: ভারী ধাতুর মধ্যে এ রাজ্যে আর্সেনিকের বিপদের চিত্রটা সামনে এসেছে আগেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজের অধ্যাপক তড়িৎ রায়চৌধুরী জানান, সুন্দরবনের মাটি এবং ধানে অত্যন্ত ক্ষতিকারক ক্রোমিয়াম মিলেছে। ট্যানারিই এর অন্যতম উৎস। পরিবেশবিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী জানান, পূর্ব কলকাতার জলাভূমিতেও লেড, ক্রোমিয়াম, নিকেল মিলেছে।