ভিডিও স্টোরি: ভোট শেষে কি হবে এসব পোস্টারের? কে বা কারা তা সরাবেন ?
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ২২:১২
শহরজুড়ে পলিথিনে মোড়ানো নির্বাচনী পোষ্টার। ইতিহাস বলে, ভোট শেষে এসব পোষ্টারের ঠিকানা ঢাকার ড্রেন-খাল-বিল জলাধার। এগুলো সরানোর আনুষ্ঠানিক দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও নির্বাচনের পর হারিয়ে যায় সেই অগ্রাধিকার। ------- প্রার্থীরা অবশ্য বলছেন, নির্বাচনে জিতলে পরিবেশ বাচাতে পলিথিনে মোড়ানো এসব পোষ্টার অপসারণের কাজ করবেন তারা। আর এ বিষয়ে সুনির্দিষ্ট আইন না থাকায় নির্বাচন কমিশনও সরাসরি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। ((তবে ধীরে ধীরে পোষ্টার ব্যবহার বন্ধ করে ডিজিটাল প্রচারণা চালু করা যায় কিনা, কমিশন সেটা ভাবছে বলে জানিয়েছেন কমিশনার শাহাদাত হোসেন।