আমদানিনির্ভরতা আর নেই। দেশের বাজারের সিংহভাগ চাহিদা মিটিয়ে সিরামিক পণ্য রপ্তানিও হচ্ছে। ৬,০০০ কোটি টাকার বাজার, ৮,৬১৬ কোটি টাকা বিনিয়োগের শিল্প নিয়ে এই প্রতিবেদন।
ইতিহাস ছয় দশকের। কুমারের হাতে তৈরি মাটির থালাবাসনের যুগ পেরিয়ে এ ভূখণ্ডে সিরামিকশিল্পের যাত্রা শুরু হয় ১৯৫৮ সালে। এখন দেশের ঘরে ঘরে, ভবনে ভবনে দেশীয় কারখানার সিরামিক পণ্য। দেশি টাইলসে মানুষ মেঝে সাজাচ্ছে, দেশি স্যানিটারিওয়্যার...