মিলনের ক্ষণ অন্যরকম এক মুহূর্ত তৈরি করে। সে মূহূর্ত হাজারো আলোকসজ্জিত আয়োজন করে পাওয়া সম্ভব নয়। আর যদি হয় সেটা হারিয়ে যাওয়া কোনো আপনজনের ফিরে পাওয়ার ক্ষেত্রে! তাহলে সেটা কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব নয়। এমনকি একটি আবেগঘন মিলন ঘটেছে মা-মেয়ের। ঘটনার শুরু বারো বছরের এক কিশোরীকে গুয়াহাটির রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে দেখে সতেরো বছরের কিশোর রামদুলারি প্রসাদের মায়া হয়েছিল। উত্তরপ্রদেশ থেকে আসা কিশোরটি গুয়াহাটিতে রাজমিস্ত্রির কাজ করত। মেয়েটিকে সে মালকিনের কাছে নিয়ে আসে। তিনি তাকে বাড়ির কাজে লাগান। রামদুলারি যখন ২৩, সে গোরক্ষপুরে, নিজের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ততদিনে প্রাপ্তবয়স্ক ওই কিশোরীও। পারস্পরিক দেখা-সাক্ষাতে প্রেম। রামদুলারি মালিকের কাছে গিয়ে মেয়েটিকে বিয়ে করতে চায়। কিন্তু মেয়েটি যে মুসলিম। নাম সরিতন্নেসা।