ইরানের ক্ষমতাধর শীর্ষ জেনারেল কাসেম সোলেমানি মার্কন স্বার্থের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। এতদিন এটাই ছিল যুক্তরাষ্ট্র তথা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য। এবার নতুন কারণ জানালেন ট্রাম্প। বললেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাজে কথা বলায় সোলেমানিকে হত্যা করা হয়েছে। শুক্রবার ফ্লোরিডায় নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।