নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও মানে এখনো আন্তর্জাতিক পর্যায়ে উঠেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা দর্শনার্থীরা। মেলা ঘুরে দেখা যায়, বেশিরভাগ বিদেশি প্যাভিলিয়নগুলোতে দেশি বিক্রেতারা দেশীয় পণ্য বিক্রি করছেন। আবার এক দেশের প্যাভিলিয়নে রয়েছে আরেক দেশের পণ্য। এবার মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের অংশগ্রহণের কথা থাকলেও কিছু ভারতীয়, পাকিস্তানি ও তুর্কি বিক্রেতাদের দেখা মিলছে। ইরানি ও থাই প্যাভিলিয়নেও দেখা গেছে দেশি বিক্রেতারা দেশি বিদেশি পণ্য মিলিয়ে বিক্রি করছেন।