সৌন্দর্য বিষয়টি পুরোপুরিই বিমূর্ত, অবস্তুগত। এর কোনো সংজ্ঞা হয় না। কোন ব্যাখ্যা দিয়েও হয়তো এর ব্যাপ্তি বোঝানো সম্ভব না। তবুও আমাদের সমাজ কাউকে কাউকে সুন্দর বা অসুন্দরের খেতাব দিয়ে থাকে। এই খেতাব প্রদানের সময় ভাবা হয় না যে, সৌন্দর্য ও অসুন্দরের ব্যাখ্যা সার্বজনীন নয়।