দুনিয়াজুড়ে কাগজে ছাপা পত্রিকা বিলীন হয়ে যাওয়ার উপক্রম। নিউইয়র্কে বাংলা ভাষায় পত্রিকা প্রকাশ শুরু হয়েছিল ১৯৮৫ সালের ১০ জানুয়ারি। এই ৩৫ বছরে বাজারে এখন আছে ১৮টি সাপ্তাহিক ও সাতটি অনলাইন বাংলা সংবাদপত্র। প্রশ্ন আসতে পারে, সেই তুলনায় পাঠক সংখ্যার অবস্থান কী? নতুন যারা সংবাদপত্র নিয়ে আসছেন তাঁদের অভিপ্রায় কী? তাঁরা কি পাঠককে এমন কিছু দেবেন যা আগে কখনো কেউ দেয়নি। একেবারে নতুন কিছু না দিলেও অনেক কিছু...