ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত করেছে বৃটিশ রাজ পরিবার। মঙ্গলবার তাকে এই উপাধিতে ভূষিত করেন ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামস। স্ট্রাউসের সঙ্গে ওই দেশটির আরেক সাবেক অধিনায়ক জিওএফ বয়কটও ‘নাইটহুড’ উপাধি পেয়েছেন। \r\n\r\nদেশটির সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রস্তাবে তাদেরকে সম্মানজনক ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত করা হয়। এর আগে ২০১৮ সালে ইংলিশ কিংবদন্তী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক, ২০০৭ সালে স্যার ইয়ান বোথাম এবং নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি নাইটহুড উপাধি পান।