খ্যাতিমানদের প্লেগমরণ

বণিক বার্তা প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০, ১২:০৪

গ্রিক রাষ্ট্রনায়ক পেরিক্লেস (জন্ম খ্রিস্টপূর্ব ৪৯৫ অব্দ, মৃত্যু খিস্টপূর্ব ৪২৯ অব্দ) ইতালির স্বর্ণযুগের কীর্তিমান পুরুষ, যে সময়টা তিনি এথেন্সের নেতৃত্ব দিয়েছেন খ্রিস্টপূর্ব ৪৬১ থেকে ৪২৯—ঐতিহাসিকরা এটাকেই অ্যাখ্যা দিয়েছেন ‘পেরিক্লেস যুগ’। এ যুগের অর্জন ম্লান করে দেয় কালো মৃত্যু। খ্রিস্টপূর্ব ৪৩০ অব্দে এথেন্স শহরে মহামড়ক দেখা দেয় এবং শহরের এক-তৃতীয়াংশ মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়। তাদেরই একজন এথেন্সপ্রধান পেরিক্লেস। মহামারী শুরুর দ্বিতীয় বছর তার মৃত্যু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us