গ্রিক রাষ্ট্রনায়ক পেরিক্লেস (জন্ম খ্রিস্টপূর্ব ৪৯৫ অব্দ, মৃত্যু খিস্টপূর্ব ৪২৯ অব্দ) ইতালির স্বর্ণযুগের কীর্তিমান পুরুষ, যে সময়টা তিনি এথেন্সের নেতৃত্ব দিয়েছেন খ্রিস্টপূর্ব ৪৬১ থেকে ৪২৯—ঐতিহাসিকরা এটাকেই অ্যাখ্যা দিয়েছেন ‘পেরিক্লেস যুগ’। এ যুগের অর্জন ম্লান করে দেয় কালো মৃত্যু। খ্রিস্টপূর্ব ৪৩০ অব্দে এথেন্স শহরে মহামড়ক দেখা দেয় এবং শহরের এক-তৃতীয়াংশ মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়। তাদেরই একজন এথেন্সপ্রধান পেরিক্লেস। মহামারী শুরুর দ্বিতীয় বছর তার মৃত্যু হয়।