বহু বছর ধরে একসঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে আইনি স্বীকৃতি পেল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়ের সম্পর্ক। বয়স যে শুধুমাত্র সংখ্যা -সেই কথাটিকে আবারো বাস্তবে রূপ দিয়েছেন এই জুটি। দীর্ঘদিনের সঙ্গী অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়লেন তিনি। পাত্রের বয়স ৭৫ আর পাত্রীর ৪৯, কিন্তু ভালবাসার কাছে বয়স যে তুচ্ছ তা আরও একবার প্রমাণ করলেন এই জুটি।