নীলফামারী: রাস্তার দুধারে ও খালের পাড়ে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির চারা। যত্ন পেয়ে মাত্র ৬ মাসে লকলকিয়ে বেড়ে উঠেছে সেসব চারা। ফলে সৌন্দর্যের ঝিলিক দিচ্ছে প্রায় ১৫ হাজার প্রজাতির লাগানো চারার বাগানটি। নজর কাড়ছে পথচারীসহ সবার।