পরীক্ষা থেকে মুক্তি পাচ্ছে শিশুরা, কমছে বইয়ের বোঝা

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ২০:৩৫

বাংলাদেশে স্কুলে শিশুদের পরীক্ষা ও পড়াশোনার চাপ কমাতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিশেষজ্ঞরা৷ এই বিষয়ে এবার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার৷ যার প্রেক্ষিতে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হচ্ছে৷ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সবার জন্য থাকবে একই বই৷ বিভাগ বেছে নিতে হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে৷ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা ডয়চে ভেলেকে এসব তথ্য জানিয়ে বলেন, ‘‘আরো কিছু প্রস্তাব নিয়ে আমরা কাজ করছি৷ ধাপে ধাপে এগুলো বাস্তবায়ন হবে৷ কিছু চূড়ান্ত হয়েছে৷ বাকিগুলো শেষ পর্যন্ত কিভাবে চূড়ান্ত হবে তা এখনই বলা যাচ্ছে না৷  এনিয়ে  একাধিক বিশেষজ্ঞ কমিটি কাজ করছে৷ এটা চূড়ান্তভাবে অনুমোদন করবেন প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী৷'' পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকে তৃতীয় শেণি পর্যন্ত কোনো পাশ-ফেল থাকবে না, থাকবে না কোন বার্ষিক পরীক্ষাও৷ তবে একটি মূল্যায়ন পদ্ধতি থাকবে৷ যা প্রতিদিন ধারাবাহিকভাবে নেয়া হবে৷ শিক্ষকেরা নিজেরাই মূল্যায়ন করবেন৷ শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে চতুর্থ এবং পঞ্চম শেণিতে৷একই সঙ্গে বইয়ের সংখ্যা কমিয়ে এমন ব্যবস্থা করা হবে যে ছাত্ররা ক্লাসেই শিখবে৷ এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে৷ ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সবাই একই ধরনের বই পড়বে৷ সায়েন্স, আর্টস ও কমার্স ভাগ থাকবে না৷ মাধ্যমিকের পরীক্ষা হবে দশম শ্রেণির সিলেবাসে৷ অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা বলেন,‘‘প্রি পাইমারি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত যোগ্যতা ভিত্তিক কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি৷ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সবার জন্য একই বই থাকবে৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us