ইউরিনে সংক্রমণ, নারী-পুরুষ উভয়েই এই রোগে আক্রান্ত হলেও মেয়েরা এই সমস্যায় ভোগেন বেশি। আর শীতে এটা আরও বেড়ে যায়। কিডনি, ইউরেথ্রা, ব্লাডার বা ইউট্রাস থেকে সংক্রমণ ছড়ালেই এই সমস্যা দেখা দেয়।