পুতিন কি ‘জাতির পিতা’র ভূমিকা নিতে চাইছেন?

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ১০:১৬

রাশিয়ার সংসদের বার্ষিক অধিবেশনে সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় রাজনীতিতে নিজের প্রভাব অব্যাহত রাখতেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বুধবার (১৫ জানুয়ারি) পুতিনের সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবের পরপরই পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ও সরকার। আট বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মেদভেদেভ। তিনি জানান, পুতিনকে কাঙ্ক্ষিত পরিবর্তন করার সুযোগ করে দেওয়ার জন্যই পদত্যাগ করেছে সরকার। মেদভেদেভের পদত্যাগের তিন ঘণ্টা পরই দেশটির কর পরিষেবা প্রধান মিখাইল মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন পুতিন। সংসদের বার্ষিক অধিবেশনে পুতিন জানান, প্রস্তাবিত সব সংশোধনী একসঙ্গে ভোটের জন্য পাঠাতে চান তিনি। প্রস্তাবিত সংশোধনীগুলোতে যা রয়েছে: সংসদকে আরও ক্ষমতা দেওয়া যেন আইন প্রণেতারা প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের মনোনীত করতে পারেন। বর্তমানে প্রেসিডেন্ট এ কাজ করেন। নিরাপত্তা সংস্থার প্রধানদের যেভাবে নিয়োগ দেওয়া হয় সে পদ্ধতিতে পরিবর্তন আনা যেন রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিলের সঙ্গে আলোচনে করে প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিতে পারেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us