সেই গ্রিক সভ্যতার সময় থেকেই বিতর্কের শুরু। বিতর্ককে অনেকে অনেক ভাবে দেখেন। তবে বেশির ভাগ মানুষই বিতার্কিকদের ঝগড়াটে উপাধি দেন। কিন্তু এই বিতার্কিকেরাই জীবনের জটিল সময়গুলোয় যুক্তিতর্ক দিয়ে মুক্তি খুঁজে আনেন। দেশের, দেশের বাইরের সমসাময়িক বিষয়গুলো—রাজনীতি, অর্থনীতি, সামাজিক, আন্তর্জাতিক, বিনোদন, সব বিষয়—নিয়ে আলোচনা করেন এ বিতার্কিকেরা। খুঁজে আনেন সমাধান।স্টামফোর্ড ডিবেট ফোরাম (এসডিএফ...