উইন্ডোজ ৭ এখন মৃত! পুরাতন দুর্বল পিসি ব্যবহারকারীরা কী করবেন
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০, ১৩:০১
বলা হয়, এক্সপির পরেই মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭। ভিস্তার ব্যাপক ব্যর্থতার পর এ সংস্করণটি দিয়েই ঘুরে দাঁড়ায় মাইক্রোসফট। এরপর উইন্ডোজ ৮ সংস্করণে অসংখ্য বাগসহ হাজির হয় মাইক্রোসফট। মূলত ১০ সংস্করণটি সেসব বাগ সারানোর একটি প্রক্রিয়া বলেই মনে করা হয়। যদিও এ সংস্করণটি খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। তারপরও এখনো এক চতুর্থাংশ পিসিতে উইন্ডোজ ৭ চলে। চাইলে আপনি প্রিয় সংস্করণেই থেকে যেতে পারে। এক্ষেত্রে অবশ্য নিরাপত্তার ঝুঁকিটা নিজেকেই নিতে হবে। তবে এ ঝুঁকি ন্যূনতম মাত্রায় নামিয়ে আনতে চাইলে যা করতে পারেন: