পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে তুষারধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন এবং আহত হয়েছেন আরও ১৭ জন। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে তুষারধসে তিন সেনাসদস্যসহ আটজন নিহত হয়েছেন। এছাড়াও আজাদ কাশ্মীরের নিলাম উপত্যকায় নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। তাদের উদ্ধারে কাজ করছে আজাদ কাশ্মীরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বিগত ৪৮ ঘণ্টায় ভারি তুষারপাতের কারণে জম্মু ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে তুষারধসের ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এবং ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির দুটি ভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা…